সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ভেড়া পালন ও সবজি চাষে সচ্ছল চরাঞ্চলের ২০০ পরিবার

গাইবান্ধা প্রতিনিধি

ভেড়া পালন ও সবজি চাষে সচ্ছল চরাঞ্চলের ২০০ পরিবার

গাইবান্ধা সদরে কামারজানি, ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া এবং হরিপুর ইউনিয়নের চরাঞ্চলের ২ শতাধিক পরিবার উন্নতজাতে ভেড়া ও সবজি চাষ করে পরিবারে সচ্ছলতা এনেছেন। পরিবারগুলোর সঙ্গে কথা হলে তারা জানান, প্রথমে তারা ব্যক্তি উদ্যোগে এসব কাজ করে তেমন সফলতা পাচ্ছিলেন না। পরে প্রশিক্ষণ গ্রহণ করে তারা সফলতা পেয়েছেন। সুন্দরগঞ্জ উপজেলার চর মাদারীপাড়ার মতিজান বেগম জানান, স্বামী সন্তানসহ তার পরিবারে ছয় জন সদস্য। স্বামী ফরহাদ হোসেন দিনমজুরের কাজ করেন। সামান্য আয়ে সংসারে অভাব অনটন লেগেই থাকে। তাই ভেড়া পালন ও সবজি চাষে নেমে পড়েন। পরে ফ্রেন্ডশিপ নামক এনজিওর একটি প্রকল্প থেকে প্রশিক্ষণ নেন। মতিজান বলেন, ভেড়া পালনে প্রশিক্ষণ নিয়ে তাদের কাছ থেকে বিনামূল্যে একটি ভেড়া পাই। সে ভেড়া থেকে তিনমাস পর দুটি বাচ্চা প্রসব করে। পরে বাচ্চাগুলো আবার ৬/৭ মাস পর গর্ভবতী হয়। এভাবে দুই বছরে ৮টি ভেড়া পেয়ে তাদের কিছু বাজারে ৬ থেকে ৮ হাজার টাকায় বিক্রি করে লাভবান হয়েছি। আবার বাড়ির আঙিনা ও আশপাশে সবজি চাষ করে নিজেদের খাওয়ার পর তা বাজারে বিক্রি করে পরিবারে আয়ের ব্যবস্থা হয়েছে। এভাবে কথা হলে ফুলু বেগম বলেন, জমিতে কামলা খাটা স্বামীর আয়ে আগে খাওয়া দাওয়ার খুব কষ্ট ছিল। তরকারি কিনতে পারতাম না। বাচ্চাদের লেখাপড়ার খরচ চালানো কষ্ট ছিল। এখন ভেড়া পালনের আর তরকারি বেচার টাকা নিজের হাতে আসে। সেই টাকা দিয়া সংসারের অনেক জিনিসপত্র কিনতে পারি।

সর্বশেষ খবর