সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিচার চাইলেন আদিবাসী বাঙালি ও মানবাধিকার সংগঠনের নেতারা

সাঁওতাল হত্যা দিবস

প্রতিদিন ডেস্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যাকান্ডের বিচার, সাঁওতাল পল্লীতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দেশের বিভিন্ন এলাকায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা আদিবাসী হত্যার বিচার দাবি জানান। উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্ববর গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্মে আন্দোলনরত আদিবাসী নেতা-কর্মীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে মারা যান সাঁওতাল জনগোষ্ঠীর তিন সন্তান। প্রতিনিধিদের পাঠানো খবর- গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় গতকাল সাঁওতাল দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস। দিনাজপুর : দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাটোর : দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।

 

সর্বশেষ খবর