মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

হিলিতে বাড়ছে ডায়রিয়া রোগী চিকিৎসাসেবা দিতে হিমশিম

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

হিলিতে বাড়ছে ডায়রিয়া রোগী চিকিৎসাসেবা দিতে হিমশিম

হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী

উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে দিনে গরম রাতে পড়ছে ঠান্ডা। এমন আবহাওয়ায় ডায়রিয়া, জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। হাসপাতালে রোগীর ভিড় বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বয়স্ক ও শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়া ও তাদের গরম কাপড় পরার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হিলিতে কয়েক দিন ধরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। তবে দিনের বেলা অনুভূত হয় গরম। আবহাওয়ার এমন পরিবর্তনজনিত কারণে বেড়েছে ডায়রিয়া, জ্বর, সর্দি-কাশি শ্বাসকষ্টসহ নানা রোগী। স্থানীয় ৫০ শয্যার হাসপাতালে গড়ে প্রতিদিন ৫৫ জন রোগী ভর্তি থাকছেন। বহির্বিভাগে অন্য সময় ২৫০ থেকে ৩০০ রোগী এলেও এখন ৩৫০ থেকে ৪০০ জন প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন। এদের কেউ কেউ আউটডোরে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরছেন। ইয়াসিন আলী নামে একজন বলেন, আমার শ্বাসকষ্ট বুকের ব্যথা। সাত-আট দিন ধরে বাড়িতে ভুগছিলাম। পরে হাসপাতালে এসেছি। রোগীর খুব চাপ। বেড না পেয়ে মেঝেতে রয়েছি। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার আজাদী বলেন, এক সপ্তাহ ধরে শীতের প্রকোপ বাড়ায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের রোগী বাড়ছে। বহির্বিভাগ ও অন্তঃবিভাগ সবখানে রোগীর চাপ আগের তুলনায় বেশি। আমরা সাধ্যমতো রোগীর চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। হঠাৎ শীত বাড়ায় বয়স্ক ও শিশুদের প্রতি বাড়তি নজর দিতে হবে। তাদের অবশ্যই গরম কাপড় পরিধান করানো এবং ঠান্ডা যেন না লাগে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

সর্বশেষ খবর