বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরার বৃত্তি পেল শতাধিক শিক্ষার্থী

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। শুভ সংঘের উদ্যোগে গতকাল উজানচর কে. এন. উচ্চ বিদ্যালয়ের হাসু ইসলাম অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন।  প্রধান অতিথি বলেন, বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। ‘শুভ কাজে সবার সাথে’- এ স্লোগান সামনে রেখে কাজ করে যাচ্ছে কালের কণ্ঠের শুভ সংঘ। বসুন্ধরা গ্রুপ সারা বছর প্রতি শুক্রবার সুবিধাবঞ্চিত ও রোগাক্রান্ত অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী। তিনি বলেন, সারা দেশে প্রায় ১ হাজার শিক্ষার্থীকে লেখাপড়ার আর্থিক সহযোগিতা করছে বসুন্ধরা গ্রুপ। তপন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে উপস্থিত  কাজী জাদিদ আল রহমান জনি, মাইমুন কবির, জাকারিয়া জামান প্রমুখ।

সর্বশেষ খবর