বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বগুড়ায় হত্যা মামলায় নয়জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় হত্যা মামলায় নয়জনের যাবজ্জীবন

বগুড়ার শেরপুর উপজেলায় মাইক্রোবাসচালক নুরুল হক (৪০) হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল গতকাল এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন- শাহিন, ইলিয়াস, শাহাজুদ্দিন, নজরুল ইসলাম নজু, রাসেল, আমির হামজা, জালাল গাজী, রোকেয়া বেগম ও শহিনুর রহমান। এদের মধ্যে পলাশ গাজী, রোকেয়া বেগম ও শাহীনুর ইসলাম পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষের এপিপি নাছিমুল করিম হলি জানান, ২০১৫ সালের ২ জুলাই শেরপুর উপজেলার মির্জাপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। তার হাত-পা গামছা দিয়ে বাঁধা ছিল।

গুজব ছড়ানোর মামলায় কারাদণ্ড : নিজস্ব প্রতিবেদক-রাজশাহী জানান, পদ্মা সেতুতে মাথা লাগবে এমন গুজাব ছাড়ানোর মামলায় যুবকের পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজশাহী বিভাগীয় সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান গতকাল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাজিব হোসাইন রাজশাহীর দুর্গাপুর উপজেলার আবদুর রাজ্জাকের ছেলে।

সর্বশেষ খবর