বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আড়াই কোটি টাকার মাদক ধ্বংস

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে বিভিন্ন বিওপিতে পরিত্যক্ত পড়ে থাকা মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৫৫ লাখ ১ হাজার ৬৫ টাকা। মাদকের মধ্যে ছিল ইয়াবা ৪৯, ভারতীয় মদ, গাঁজা, ফেনসিডিল ও বিয়ার। বিজিবি প্রশিক্ষণ মাঠে গতকাল মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সেক্টরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান। অন্যদের মধ্যে ছিলেন রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল ইয়াছির জাহান হোসেন, কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আবদুল মোত্তাকিম, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান জানান, সমন্বিতভাবে সব শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। মাদকের থাবা থেকে রক্ষা পেতে প্রথমে পরিবার থেকে আন্দোলন শুরু করে পরে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক পরিহার করতে হবে।

 

সর্বশেষ খবর