বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ বিতরণ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ বিতরণ

বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ শুরু হয় ২০০৫ সালে। ঋণ কার্যক্রম শুরুর সময় তিনটি ধাপ ছিল। প্রথম ধাপ ৫ হাজার, দ্বিতীয় ধাপ ৭ হাজার ৫০০ ও তৃতীয় ধাপ ১০ হাজার টাকা। পর্যায়ক্রমে নতুন-পুরান মিলে একজনকে তিনবার ঋণ দেওয়া হতো। বর্তমানে প্রথম ধাপ ১০ হাজার, দ্বিতীয় ধাপ ১২ হাজার ৫০০ ও তৃতীয় ধাপ ১৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এখন প্রথম ধাপে ১০ হাজার, দ্বিতীয় ধাপ ১২ হাজার ৫০০ ও তৃতীয় ধাপ ১৫ হাজার টাকা করে ঋণ বিতরণ কার্যক্রম চলছে। প্রতিটি ধাপ ৫০ সপ্তাহ করে ভাগ করা হয়েছে। এক ধাপে ৫০টি কিস্তি। তা শেষ হলে পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় ধাপে যাওয়া যাবে। বসুন্ধরা ফাউন্ডেশনের এ ক্ষুদ্র ঋণ বিতরণ ও আদায় কাজে সাতজন কর্মী আছেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ। অসহায় কর্মহীন ও অতিদরিদ্র মানুষকে স্বাবলম্বী করতে ২০০৫ সালে গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান গ্রহণ করেন একটি অসাধারণ উদ্যোগ। অল্প কিছু টাকা ঋণ পেলে দাঁড়িয়ে যেতে পারবে এমন মানুষ খুঁজে বের করছেন বসুন্ধরা ফাউন্ডেশনের মাধ্যমে। দীর্ঘমেয়াদি কিস্তিতে পরিশোধের শর্তে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ প্রদান শুরু করছেন। এরই মধ্যে ভাগ্য বদলেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নবীনগর ও কুমিল্লার হোমনা উপজেলার বহু অতিদরিদ্র পরিবারের। গত মঙ্গলবার বাঞ্ছারামপুরের দুর্গারামপুর গ্রামে বসুন্ধরা ফাউন্ডেশনের কেন্দ্রীয় অফিসের সামনে ৬৩তম সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণের আয়োজন করা হয়। এতে ৩৪১ জন উপকারভোগীর মধ্যে ৪০ লাখ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান চাঁন মিয়া সরকার, কালের কন্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোশারফ হোসেন প্রমুখ। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সাহেবের লক্ষ্যই হচ্ছে অর্থনৈতিকভাবে দুর্বলদের ঋণ দিয়ে সচ্ছল করে তোলা।’ ইমদাদুল হক মিলন বলেন, ‘বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। দেশের বিভিন্ন ক্রান্তিকালে অসহায় ও হতদরিদ্রদের মধ্যে সহায়তার হাত বাড়িয়ে দেয় বসুন্ধরা গ্রুপ।’

 

সর্বশেষ খবর