বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সড়কের পাশে সবজি চাষ

জয়পুরহাট প্রতিনিধি

সড়কের পাশে সবজি চাষ

জয়পুরহাটে সড়কের পাশে আবাদ করা সবজি পরিচর্যায় ব্যস্ত চাষি

জয়পুরহাটে সড়কের দুই পাশে চাষ হচ্ছে বিভিন্ন সবজি। জয়পুরহাট-হিলি সড়কের ১৫ কিলোমিটারের মধ্যে বসবাস করা ভূমিহীনরা পতিত জায়গায় সবজি চাষ করে বাড়তি আয়ে স্বাবলম্বী হচ্ছেন। সবজির মধ্যে রয়েছে তিল, লাউ, মিষ্টি কুমড়া, শিম, মাসকালাই। সড়কের দুই পাশে প্রায় ৩০০ মিটার পতিত জায়গায় বিদেশি ঘাস চাষ করেছেন পাঁচবিবি  উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ভূমিহীন সাইফুল ইসলাম। তিনি বলেন, আমার নিজের জমি না থাকায় সবজি চাষ করতে পারতাম না। বর্তমানে সড়কের দুই পাশেই বিভিন্ন প্রকার সবজিসহ ঘাস চাষ করছি। বাড়িতে লালন-পালন করা গৃহপালিত পশুকে খাওয়ানো পর ঘাস বাজারে বিক্রিও করি। পাঁচবিবি উপজেলার বাগজানার চম্পাতলী এলাকায় শিম, লাউ ও মিষ্টি কুমড়া চাষ করেছেন আশরাফ হোসেন। তিনি বলেন, এ বছর সবজি চাষ করে খরচ বাদে প্রায় ৫০ হাজার টাকা আয় করেছি। বাড়তি আয় দিয়ে সংসার চলে। কোকতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে মাসকালাই চাষ করেছেন রিয়াজ উদ্দিন। জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, জয়পুরহাট-হিলি সড়ক ছাড়াও জেলার অনেক সড়কের পাশেই এখন ভূমিহীনরা সবজি চাষ করছেন। রাস্তার নিরাপদ দূরত্বে গাছ ও সবজি চাষ করলে এসবের শিকড়ের কারণে বর্ষার পানিতে রাস্তার ধারের মাটি ক্ষয় কম হয়। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে কোনো জায়গা যেন পতিত না থাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর