বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
বগুড়া জেলা ছাত্রলীগ কমিটি

পদবঞ্চিতদের আন্দোলন চলছেই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

পদবঞ্চিতদের আন্দোলন চলছেই

আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নেতা-কর্মীর অবস্থান

বগুড়া জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর থেকে বঞ্চিতরা আন্দোলন অব্যাহত রেখেছেন। টানা তৃতীয় দিনের মতো গতকাল বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ২ শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা লাগিয়ে দিয়ে অবস্থান করছেন। জানা যায়, গত জানুয়ারিতে কেন্দ্র থেকে বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ৭ নভেম্বর রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরে জেলার কমিটি গঠন এবং অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে সজীব সাহা সভাপতি ও আল-মাহিদুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর পদবঞ্চিতরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শহরের টেম্পল রোডে আওয়ামী কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন পদবঞ্চিতরা। একপর্যায়ে তারা জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। তালাবদ্ধ কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান। আন্দোলনকারীদের অভিযোগ, বগুড়ায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার মতো অনেক ত্যাগী নেতা রয়েছেন। কিন্তু যারা কমিটিতে রয়েছেন তাদের অনেককেই ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে কখনো দেখা যায়নি।

 

সর্বশেষ খবর