শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মাদকের প্রতিবাদ করায় প্যানেল মেয়রকে মারধর

শেরপুর প্রতিনিধি

মাদক সেবনের প্রতিবাদ ও অভিযোগ করায় শেরপুরে পৌরসভার প্যানেল মেয়র নাজমা বেগমকে জনসন্মুখে মারধর করা হয়েছে। গতকাল সকালে শেরপুর পৌর এলাকার দিঘারপাড় চৌরা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নাজমা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি শেরপুর পৌসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের (সংরক্ষিত) মহিলা কাউন্সিলর। জানা যায়, দীর্ঘদিন ধরে পৌর এলাকার দিঘারপাড় এলাকায় মাদকের রমরমা বাণিজ্য চলছে। কাউন্সিলর নাজমার দাবি, মাদক ব্যবসায়ীদের মধ্যে এলাকার এক সময়ের চিহ্নিত চোর টেপু ও তার পরিবারের সদস্যরা জড়িত। এই মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে এলাকাবাসী তার কাছে বারবার অভিযোগ দিয়ে আসছেন। গত বৃহস্পতিবার নাজমা বিষয়টি পৌর মেয়রকে জানান। মেয়র ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে অভিহিত করেন। বৃহস্পতিবার রাতে ওই এলাকায় ডিবি পুলিশ তদন্তে যায়। এ নিয়ে রাতেই টেপুর পরিবারের লোকজন নাজমাকে গালাগাল করে। গতকাল সকালে নাজমা বাড়ি থেকে বের হলে টেপুসহ কয়েকজন তাকে মারধর করে।

আশপাশের লোকজনের সহায়তায় নাজমাকে হাসপাতালে আনা হয়। সদর থানার ওসি বছির উদ্দিন বাদল জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শেরপুর পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খারাপ কাজের প্রতিবাদ করায় জনপ্রতিনিধি আক্রান্ত হওয়া দুঃখজনক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর