শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিভিন্ন স্থানে পুলিশি তল্লাশি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বিভিন্ন থানা পুলিশের আয়োজনে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। জেলার অধিকতর নিরাপত্তার জন্য এ তল্লাশি বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গতকাল দুপুরের পর থেকে রাজবাড়ীর বিভিন্ন সড়ক, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়ক ও ঢাকা-খুলনা মহাসড়ক এলাকায় এসব চেকপোস্ট বসানো হয়েছে। এসব রাস্তায় চলাচলকারীরা বলেন, সন্দেহজনক মোটরসাইকলে, প্রাইভেট কার, ট্রাক, মাহেন্দ্র ও ইজিবাইকগুলোতে পুলিশ তল্লাশি করছে। চেকপোস্টে পুলিশ কাউকে হয়রানি অথবা যাতায়াতে বাধা দিচ্ছে না। বালিয়াকান্দি-মধুখালী সড়কে চেকপোস্ট স্থাপন করেন থানা পুলিশ সদস্যরা। বালিয়াকান্দি থানার উপপরিদর্শক মো. রাজিবুল ইসলাম বলেন, আমরা নিরাপত্তার স্বার্থে কাজ করছি। এমন চেকপোস্ট মাঝেমধ্যেই করা হয়। এখন পর্যন্ত আমরা কাউকে আটক বা গ্রেফতার করিনি। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে এমন চেকপোস্ট কি না? এর উত্তরে বলেন, প্রশ্নই ওঠে না। রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বলেন, চেকপোস্টে আমাদের নেতা-কর্মীদের আটক বা গ্রেফতার করা হয়নি। তবে সরকারের পক্ষ থেকে আমাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।

রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, পুলিশের কাজ নিরাপত্তা নিয়ে কাজ করা। আমরা আমাদের জেলায় প্রবেশপথগুলোতে সন্দেহজনক ব্যক্তি, যানবাহনগুলোকে তল্লাশি করা হচ্ছে। আমরা কাউকে হয়রানি করার জন্য কিছু করছি না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর