শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ক্ষতিপূরণের আশ্বাসে আন্দোলন থেকে পিছু হটল ববি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আন্দোলন আপাতত বন্ধ হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত সহপাঠীর পরিবারকে ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবির বিষয়ে সিটি মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করায় আপাতত আন্দোলন থেকে সরে এসেছেন তারা। বৃহস্পতিবার রাতে নগরীর কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে সিটি মেয়র সাদিক আবদুল্লাহর মধ্যস্থতায় আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি, সাকুরা পরিবহনের মালিক পক্ষের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং নিহত ইমনের পরিবারের সদস্যদের উপস্থিতিতে সমঝোতা সভা হয়। প্রায় চার ঘণ্টা আলোচনার পর সাকুরা পরিবহন কর্তৃপক্ষ নিহত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে সম্মত হয়। প্রশাসনের পক্ষ থেকে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের আশ্বাসও দেওয়া হয়। উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ইসমাইল খলিল ইমন ৬ নভেম্বর রাতে ফরিদপুরে সাকুরা পরিবহনের একটি বাস দুর্ঘটনায় আহত হন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদ এবং নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে ৮ নভেম্বর থেকে দফায় দফায় মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর