শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
জেলা পরিষদ নির্বাচন

চাঁপাইয়ে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইয়ে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে শেষ মুুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সদস্য পদপ্রার্থীরা। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মতবিনিময়সহ ভোট প্রার্থনা করছেন। ফলে চেয়ারম্যান, মেম্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পৌর মেয়র কাউন্সিলররাও বেশ আগ্রহী হয়ে উঠেছেন এই নির্বাচন নিয়ে। এই নির্বাচনে কোনো মিছিল, মিটিংয়ের বিধান না থাকায় প্রার্থীরা বিনয়ের সঙ্গে ভোটারদের কাছে ভোট চাইছেন। আর ভোটাররা অবলোকন করছেন কোন কোন প্রার্থীর আচরণ ভালো। যাদের ব্যবহারে ভোটাররা সন্তুষ্ট হচ্ছেন তারা সেই প্রার্থীর দিকে ঝুঁকে পড়েছেন। ভোটাররা মনে করছেন, কথার ফুলঝুরি নয় যারা কাজ করতে পারবেন তাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা। তবে এই নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদরের এক নম্বর ওয়ার্ডের বৈদ্যুতিক পাখা প্রতীকের সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল জলিল প্রচারণায় রয়েছেন। তিনি প্রতিদিন ৩-৪টি ইউনিয়নে গিয়ে ভোটারদের সঙ্গে দেখা করে ভোট প্রার্থনা করছেন। অন্যদিকে ১ নম্বর ওয়ার্ডের উটপাখি প্রতীকের মো. জালাল উদ্দিন, টিউবওয়েল প্রতীকের মোহা. সেলিম  রেজা, তালা প্রতীকের মো. আবুল কালাম আজাদ, হাতি প্রতীকের মো. আবদুল হাকিম, ২ নম্বর ওয়ার্ডের তালা প্রতীকের মো. তারিক-উজ-জামান, টিউবওয়েল প্রতীকের মো. আনারুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের কবির আহম্মদ খান, তালা প্রতীকের মো. হাবিবুর রহমান, হাতি প্রতীকের মো. মোকসেদুর রহমান, আটেরিকশা প্রতীকের মো. আশরাফুল হক, ৪ নম্বর ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের মো. হারুন-অর-রশিদ, তালা প্রতীকের মোসা. উম্মে নুরজাহান নিশি, হাতি প্রতীকের মোসা. হোসনে আরা, বৈদ্যুতিক পাখা প্রতীকের মো. কামিরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের তালা প্রতীকের মো. আবদুস সালাম ও হাতি প্রতীকের মো. কামাল উদ্দিন এবং ১ নম্বর ওয়ার্ডের ফুটবল প্রতীকের সংরক্ষিত নারী সদস্য মোসা. কাজলেমা বেগম ও হরিণ প্রতীকের মো. তাসলিমা খাতুন এবং ২ নম্বর ওয়ার্ডের ফুটবল প্রতীকের সাবিহা শবনম, হরিণ প্রতীকের মোসা. শাহিদা খাতুন ও মাইক প্রতীকের শামিমা জাহান তাদের সংশ্লিষ্ট এলাকায় গণসংযোগ করছেন এবং ভোটারদের কাছে ভোট চাইছেন। প্রসঙ্গত, এই নির্বাচন গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতায় একজন উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করলে নির্বাচন স্থগিত করা হয়েছিল। তবে নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রুহুল আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর