শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

অনুপ্রবেশকারী ভারতীয় যুবক আটক, পতাকা বৈঠকে হস্তান্তর

কুড়িগ্রাম প্রতিনিধি

মোটরসাইকেল নিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে অনুপ্রবেশ করে ভারতীয় এক যুবক। বিএসএফ ও ভারতীয় ব্যবসায়ীরা বিজিবিসহ বাংলাদেশের ব্যবসায়ীদের জানালে তাকে আটক করেন কুড়িগ্রাম-২২ বিজিবি সদস্যরা। আটক আবু সায়েদ (১৮) আসামের ধুবরি জেলার আগমনী থানার ঝসকাল গ্রামের আবদুুল জলিলের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়। ওই রাতেই সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে বেঠক করে সায়েদকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, গত বৃহস্পতিবার বিকালে বঙ্গসোনাহাট স্থলবন্দরের সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ১০০৯-এর জিরো লাইনের পাশে ভারতীয় অংশের একটি গেট খোলা ছিল। সেখান দিয়ে সায়েদ মোটরসাইকেল নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিজিবি সোনাহাট ক্যাম্পকে জানায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর