সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ফেনীতে স্বর্ণ ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ধর্মঘট ও বিক্ষোভ

ফেনী প্রতিনিধি

ফেনীতে স্বর্ণ ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ধর্মঘট ও বিক্ষোভ

ফেনীর সোনাগাজী উপজেলার জমদ্দার বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী অর্জুন চন্দ্র ভাদুড়ী হত্যার প্রতিবাদের ঝড় উঠেছে। জেলাজুড়ে ধর্মঘট, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল ফেনীর ট্রাঙ্ক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জুয়েলারি সমিতি ফেনী জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্চুর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপনসহ জুয়েলার্স সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। তারপরও গত ১৩ দিনের ঘটনায় জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা। বক্তারা এ সময় আরও বলেন, ডাকাত দলকে দ্রুত গ্রেফতার করা না হলে আগামীতে কঠোর আন্দোলনে যাবেন তারা। এর আগে জেলা জুয়েলার্স সমিতি সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার সব জুয়েলারি দোকান বন্ধ রাখেন। প্রসঙ্গত গত ৩০ অক্টোবর সোনাগাজীর জমদ্দার বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অজ্ঞাত ডাকাত দল অর্জুনকে কুপিয়ে গুরুতর জখম করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হলে ১১ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সর্বশেষ খবর