বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শতবর্ষী গরুর বাজারে মার্কেট ভবন নির্মাণের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় শত বছরের পুরনো একটি গরুর বাজারে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মুন্সিরহাট এলাকায়। ওই বাজারে সপ্তাহে এক দিন গরুর হাট বসতো। বাকি ছয় দিন এলাকার মানুষ তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে আসছিলেন। ৫০ শতাংশ জায়গায় ওপর থাকা গরুর বাজারের ভূমির শ্রেণি জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে গতকাল কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় সংবাদ সম্মেলন করা হয়েছে। লিখিত বক্তব্য রাখেন, বাসন্ডা গ্রামের সিরাজ উদ্দিন আহম্মেদ মোল্লার ছেলে জালাল উদ্দিন আহম্মেদ। এ সময় শাহ মো. ফয়সাল মোল্লা, এয়াছিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মার্কেট নির্মাণের জন্য মুন্সিরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সভাপতিসহ কয়েকজনকে দায়ী করা হয়েছে। বাজার রক্ষার দাবিতে এর মধ্যেই আদালতে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন তারা। ওই মার্কেট নির্মাণের মাধ্যমে এলাকাবাসীর ক্ষতি করে অভিযুক্তরা কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছেন বলেও দাবি করা হয়েছে। লিখিত বক্তব্যে জালাল উদ্দিন আহম্মেদ বলেন, মুন্সিরহাট গরুর বাজারটি শত বছর ধরে এলাকার ঐতিহ্য বহন করে আসছে। আমার বাবা চেয়ারম্যান ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির দায়িত্বে থাকাকালে স্কুলের আয়বর্ধনের জন্য গরুর বাজারের ভূমি দান করেছিলেন। বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলেস মণ্ডল, পরিচালনা কমিটির সভাপতিসহ জরিপ বিভাগের কর্মচারীদের সঙ্গে যোগসাজশে বাজারের ৫০ শতক ভূমির শ্রেণি পরিবর্তন করে স্কুলের মাঠ হিসেবে বিএস খতিয়ানভুক্ত করে নেন। সেখানে তারা মার্কেট নির্মাণ করছেন।

 

সর্বশেষ খবর