বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী রেলওয়ে স্টেশন এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল  দুপুর থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, রেলওয়ে কর্মকর্তা, জিআরপি পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। একটি বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকালের চলা অভিযানে জেলার পৌরসভা এলাকার ফুলতলা, ১ নম্বর রেলগেট এলাকা থেকে অর্ধশত স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ হওয়ার ব্যক্তিরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে রেলের জায়গায় বসবাস করি। আমাদের দ্রুত সময় দিয়ে উচ্ছেদ শুরু করা হয়েছে। আমরা নদী ভাঙন পারের মানুষ। আমাদের এখন খোলা আকাশের নিচে বসবাস করতে হবে। বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান বলেন, বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ীতে ৪০০ একর জমি রয়েছে। তার মধ্যে ১৫০ একর জমিতে অবৈধ স্থাপনা রয়েছে। গতকাল থেকে রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হলো। উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর