বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ধামরাইয়ে মৃত বৃদ্ধা সমাজসেবা কার্যালয়ে

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে এক বছর আগে মরে যাওয়া ফুল খাতুন (৮৫) কীভাবে লাঠি ভর করে এলেন ধামরাই উপজেলা সমাজসেবা কার্যালয়ে। এ নিয়ে অফিস পাড়ায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। তিনি আসলেই ফুল খাতুন কি না করা হচ্ছে নানা যাচাই-বাচাই। কারণ সমাজসেবার কার্যালয়ের  রেকর্ডে তাকে মৃত দেখানো হয়েছে। স্থানীয় ইউপি সদস্য তাকে কাগজপত্রে মৃত দেখিয়ে তার নামের বয়স্ক ভাতা বন্ধ করে ফুল বানু নামে অন্য এক মহিলার নামে করা হয়েছে কার্ডটি। আলোচিত  ঘটনাটি ঘটেছে যাদবপুর ইউনিয়নে। জানা গেছে, ওই ইউনিয়নের গরুগ্রাম এলাকার মৃত আবদুল গফুরের স্ত্রী ফুল খাতুন অসহায় দুস্থ ও খুবই গরিব। বয়সের ভারে নুয়ে পড়েছিলেন। তখন তাকে যাদবপুর ইউনিয়ন পরিষদ থেকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়া হয়। তিনি এ কার্ড পাওয়ার পর সরকারিভাবে প্রতি তিন মাস পরপর ১৫০০ টাকা পান। তা দিয়েই তিনি কোনোভাবে জীবনযাপন করে আসছিলেন।

সর্বশেষ খবর