শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নরসিংদীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৪

প্রতিদিন ডেস্ক

নরসিংদীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৪

নরসিংদীতে বাসের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত সিএনজিচালিত অটোরিকশা

নরসিংদীতে বাস-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। ্এছাড়া দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিকসহ প্রাণ গেছে আরও ছয়জনের। রংপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মাথায় খুঁটি পড়ে আহত হয়েছেন বেরোবির দুই শিক্ষার্থী। বুধবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। 

নরসিংদী : পাঁচদোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তারা অটোরিকশার যাত্রী। সকালে টঙ্গী-পাঁচদোনা সড়কের ভাটপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশাচালক মজিবুর রহমান (৪০) ও যাত্রী আমির হামজা (৩৬)।  নিহত অপর দুজনের পরিচয় জানা যায়নি।

ঝিনাইদহ : জেলা শহরের ট্রাক টার্মিনাল এলাকায় বুধবার রাতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে রাশিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার দুই ছেলে। একই দিন সন্ধ্যায় হরিণাকুণ্ডু-ঝিনাইদহ সড়কের দুর্লভপুর মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় মতিউর রহমান (৬০) নামে এক পথচারী নিহত হন। 

বগুড়া : সড়ক দুর্ঘটনায় আহত বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি কমলেশ মোহন্ত শানু মারা গেছেন। সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। গত ১১ নভেম্বর রাতে বাসচাপায় আহত হয়েছিলেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া : বাঞ্ছারামপুর-ঝগড়ারচর জামতলি সড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়েছেন শিউলী (২৪) নামে এক রিকশাযাত্রী। তিনি উপজেলার বুধাইরকান্দি গ্রামের প্রবাসী আবুল কালামের স্ত্রী।

নেত্রকোনা : কলমাকান্দায় ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে তাজবানু (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি কনুরা গ্রামের কাসেম মিয়ার স্ত্রী।

দিনাজপুর : বিরামপুর উপজেলার টাটকপুরে ভোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উত্তম কুমার (৩২) নামে ট্রাকচালক নিহত হয়েছেন।

রংপুর : কাভার্ডভ্যান ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি মাথায় পড়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শরীয়তপুর : ডামুড্যা থেকে ঢাকা যাওয়ার পথে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

 

 

সর্বশেষ খবর