শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরা ফাউন্ডেশন সুদমুক্ত ঋণ বিতরণে মডেল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মহামারি করোনাভাইরাসের কারণে দেশের অর্থনীতিতে যখন বিরূপ প্রভাব দেখা দেয় তখনো বসুন্ধরা গ্রুপের সেবামূলক প্রতিষ্ঠান বসুন্ধরা ফাউন্ডেশন সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা ফাউন্ডেশন ঋণ বিতরণ করেছে। বসুন্ধরা ফাউন্ডেশন বাংলাদেশে সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণে একটি মডেলের নাম। ফাউন্ডেশনের ৬৪তম সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে গতকাল অতিথিরা এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী। বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এম নাসিমুল হাই এফসিএসএনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সিনিয়র সহকারী পরিচালক এম আর এ আবদুর রাজ্জাক, বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান চাঁন মিয়া সরকার, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোশারফ হোসেন ও সিনিয়র অফিসার আমির হোসেন আনোয়ার।

প্রধান অতিথি বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের লক্ষ্যই হচ্ছে অর্থনৈতিকভাবে দুর্বলদের এ ঋণ দিয়ে সচ্ছল করে তোলা। বসুন্ধরা গ্রুপের সুদমুক্ত ক্ষুদ্রঋণের এ ব্যতিক্রমী উদ্যোগ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। যার মাধ্যমে পাল্টে যাচ্ছে গ্রামীণ অর্থনীতির চিত্র। উল্লেখ্য, ২০০৫ সাল থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সরাসরি তত্ত্বাধানে নিয়মিত সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ দিয়ে যাচ্ছে।

 

সর্বশেষ খবর