শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সড়ক নির্মাণে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সড়ক নির্মাণে অনিয়ম

সড়কে ব্যবহারের জন্য রাখা নিম্নমানের ইটের গুঁড়া

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভাটরা-নাগড়া-খরনা দেড় কিলোমিটার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রামবাসীর প্রতিবাদের মুখে নির্মাণ কাজ আপাতত বন্ধ রয়েছে। জানা যায়, ভাটরা-নাগড়া-খরনা দেড় কিলোমিটার নতুন সড়কের কার্পেটিং কাজে ইটের খোয়ার সঙ্গে নিম্নমানের রাবিশ মিশ্রণ দেওয়া হয়েছে। ইটের খোয়া আঙুল দিয়ে চেপে ধরলে মাটির মতো গুড়া হয়ে যায়। স্থানীয়রা জানান, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নজরদারি না থাকায় ঠিকাদারের লোকজন কাজে অনিয়ম করছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান শিমুল এন্টারপ্রাইজের প্রতিনিধি জমজম ট্রেডার্সের স্বত্বাধিকারী এহতেশামুল হক বলেন, কাজ করার মতো টাকা নেই। সেজন্য বন্ধ করা হয়েছে। নিম্নমানের সামগ্রী ও অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ বলেন, গ্রামীণ সড়কের কাজে যেখানে সমস্যা বা অনিয়ম ছিল, সেগুলো পুনরায় ভালো করে কাজ করানো হয়েছে। ঠিকাদার কাজ বন্ধ রাখলে সেটারও ব্যবস্থা আছে। বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর