শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ব্লাস্টে আক্রান্ত আমন খেত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় আমন খেতে ব্লাস্ট রোগ, কারেন্ট পোকা ও ইঁদুরের আক্রমণ শুরু হয়েছে। এতে ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। কাক্সিক্ষত ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। কৃষকদের অভিযোগ, যথাসময়ে সঠিক কৃষি বিষয়ক পরামর্শ না পাওয়া ও বালাই ব্যবস্থাপনার অভাবে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, চলতি আমন মৌসুমে নওগাঁয় ১ লাখ ৯৭ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবাদ হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৩০০ হেক্টরে। এরই মধ্যে প্রায় ১৩ হাজার হেক্টর জমির আগাম জাতের ধান কাটা শেষ হয়েছে। এক সপ্তাহের মধ্যেই জেলাজুড়ে পুরোদমে ধান কাটা শুরু হওয়ার কথা। তার আগেই হানা দিয়েছে ব্লাস্ট রোগ, কারেন্ট পোকার আক্রমণ ও ইঁদুরের উপদ্রব। বিভিন্ন উপজেলার প্রায় ৭৫ হাজার ৮১৭ হেক্টর জমি এসব সমস্যায় পড়েছে। সদ্য শিষ আসা আমন ধানের পাতাসহ গিটে বাদামি ও কালো দাগ সৃষ্টি হয়েছে। অনেক শিষের গোড়া থেকে পচন দেখা দিয়েছে। যেসব জমিতে কারেন্ট পোকা আক্রমণ করেছে তার প্রায় ৭০ শতাংশ শিষই নষ্ট হয়ে যাচ্ছে। এরপর পর্যায়ক্রমে পার্শ্ববর্তী খেতে হানা দিচ্ছে পোকার দল।

সর্বশেষ খবর