মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ভাই-ভাতিজার পিটুনিতে প্রাণ গেল বৃদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ভাই ও ভাতিজার পিটুনিতে আজিজুল হক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের চর বলদিয়া গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, আজিজুল ও তার বড় ভাই ফজল হক পাশাপাশি বাড়িতে বসবাস করতেন। দুই দিন আগে আজিজুল হকের বাড়ি থেকে কয়েক হাজার টাকা হারিয়ে যায়। এ ঘটনায় তিনি বড় ভাইয়ের ছেলে ও ছেলের বউকে সন্দেহ করেন। টাকা ফিরিয়ে দিতে বলেন তাদের। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগ্বিতন্ডা চলছিল। এর জেরে সোমবার সকালে ফজল তার দুই ছেলে সোহেল ও রতনকে নিয়ে আজিজুলকে কিলঘুষি মারতে থাকেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর থেকে ফজল ও তার দুই ছেলেসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কৃষকের লাশ উদ্ধার : নওগাঁ প্রতিনিধি জানান, নিখোঁজের দুই দিন পর মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামে ধানখেত থেকে গতকাল কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বিনয় চন্দ্র মন্ডল (৬৮)। তিনি মৈনম ইউনিয়নের বিলদুবলা গ্রামের বাসিন্দা। গত শনিবার বিলদুবলা মাঠে নিজের জমিতে ধান কাটতে যান বিনয়। ওই দিন দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

সর্বশেষ খবর