শিরোনাম
মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নকল সোনার মূর্তি বিক্রি, গ্রেফতার ৭

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় প্রতারণার মাধ্যমে নকল সোনার মূর্তি বিক্রির অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব। উপজেলার পিপলশন দড়িপাড়া এলাকা থেকে গত রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, পিপলশন দড়িপাড়া গ্রামের মন্টু, মুকুল, শফিকুল, মোহাম্মদ আলী, জাহিদুল ইসলাম, রজিম আহম্মেদ ও আনোয়ার হোসেন। গতকাল র‌্যাব জানায়, নাটোরের লালপুর উপজেলার তরিকুল ইসলামের সঙ্গে গত মার্চ মাসে পরিচয় হয় প্রতারক চক্রের একজনের সঙ্গে। পরে তাদের মধ্যে মোবাইল নম্বর আদান-প্রদান হয়। প্রতারক বিভিন্ন সময় ফোন দিয়ে ভুক্তভোগীর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। পরবর্তীতে সোনার মূর্তি বলে প্রতারক চক্রের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকায় কেনেন তরিকুল। পরে তিনি জানতে পারেন এটি নকল সোনার মূর্তি। এ বিষয়ে তরিকুল রবিবার র‌্যাবকে জানান। অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, গ্রেফতাররা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা বিভিন্ন এলাকার লোকজনকে প্রলোভন দেখিয়ে সোনালি রঙের পুতুলকে সোনার তৈরি বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

 

সর্বশেষ খবর