মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগের বিষয়ে মহিলা সমাবেশ

গাজীপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে মহিলা সমাবেশ গাজীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কার্যক্রমসমূহ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে অবহিতকরণের উদ্দেশে মহিলা সমাবেশের আয়োজন করা হয়। কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা, স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার নাছির উদ্দিন। সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গরিব-অসহায় মানুষ জমিসহ ঘর পাচ্ছেন, যেটি বিশ্বে বিরল, শিক্ষা সহায়তা কর্মসূচির মাধ্যমে বছরের শুরুতেই সারা দেশের ছাত্রছাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে বই পাচ্ছে, নারীর ক্ষমতায়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীর ক্ষমতায়নের জন্য বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সামাজিক নিরাপত্তামূলক বিভিন্ন ভাতা প্রদান করছে। মহিলাবিষয়ক অধিদফতরে মাধ্যমে নারীর ক্ষমতায়ন অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভন্ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

সর্বশেষ খবর