বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

অসহায়দের চোখের আলো ফিরিয়ে দিচ্ছে বসুন্ধরা আই হসপিটাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

অসহায়দের চোখের আলো ফিরিয়ে দিচ্ছে বসুন্ধরা আই হসপিটাল

‘গরিব ও অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দিচ্ছে বসুন্ধরা আই হসপিটাল। গত বছর বসুন্ধরা আই হসপিটাল থেকে বিনামূল্যে এক চোখের অপারেশন করানোর পর এ বছর এসেছি অন্য চোখের অপারেশনের জন্য’। কথাগুলো বলছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট গ্রামের আবদুল হামিদ। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ঢাকার সহায়তায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও অপারেশন ক্যাম্পে কথাগুলো বলেন। এ সময় বসুন্ধরা আই হসপিটাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তিনি। ৯০ বছর বয়সী আরেজা বেগম বলেন, মানুষের মুখে শুনে তিনি চক্ষু শিবিরে এসেছেন। তার দুটি চোখই অন্ধ হয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছেন না। তিনি বলেন, বহুদিন আগে স্বামী মারা গেছেন। ছেলে-মেয়ে বিয়ে করে অন্যত্র থাকে। তিনি ভিক্ষাবৃত্তি করে শহরের পিটিআই বস্তিতে বসবাস করছেন। চিকিৎসক জানান, তার একটি চোখ একেবারে নষ্ট হয়ে গেছে। অপর চোখ অপারেশন করলে তিনি দেখতে পাবেন। গতকাল ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ঢাকার সহায়তায় চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়। সকালে চাঁপাইনবাবগঞ্জ নবজাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থা, রামচন্দ্রপুর হাট, সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নবাবজায়গীর মাযহারুল উলুম রহমানিয়া ও হাফেজিয়া মাদরাসায় এ চক্ষু ক্যাম্প আয়োজন করে। সকালে ক্যাম্প উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও। মাওলানা আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম ও অধ্যক্ষ মোহামদ নূর। চক্ষু শিবিরে জেলার দূর-দূরান্ত থেকে সহস্রাধিক নারী-পুরুষ ও বৃদ্ধ-বৃদ্ধা চিকিৎসা নিতে আসেন। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চারজন চিকিৎসকসহ আটজনের মেডিকেল টিমের নেতৃত্ব দেন আবু তৈয়ব। আয়োজকরা জানান, এ ক্যাম্পে ১ হাজার জনের চক্ষু পরীক্ষা করে প্রাথমিকভাবে ওষুধ ও চশমা দেওয়া হবে। যাদের চোখের অপারেশন করা হবে তাদের ঢাকায় বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে নিয়ে বিনামূল্যে অপারেশনসহ লেন্স দেওয়া হবে।

সর্বশেষ খবর