বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে তিন বছরের শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে সন্ধ্যারাতে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়েছে ডাকাতরা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামের শরিফুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। শরিফুল ইসলাম গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে। শরিফুল ইসলামের স্ত্রী জান্নাতন নেছা জানান, সন্ধ্যায় তিনি তার শিশুপুত্র তাহমিদকে (৩) টয়লেটে নেওয়ার জন্য বারান্দার গ্রিল খোলার সঙ্গে সঙ্গে পাঁচজন মুখোশধারী ডাকাত তাহমিদের গলায় রামদা ধরে তাদের জিম্মি করে। পরে ঘরের ভিতরে ঢুকে আলমারিতে থাকা নগদ ১৭ হাজার টাকা, এক জোড়া সোনার ফুল, এক জোড়া সোনার বালা, চারটি সোনার আংটি ও দুটি সোনার চেন লুট করে নেয়। পরে জান্নাতুন নেছার চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের ঘর থেকে উদ্ধার করে।

গাংনী থানার ওসি আবদুর রাজ্জাক জানান, থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। ইতোমধ্যে ডাকাতির সঙ্গে যারা জড়িত তাদের আটক ও মালামাল উদ্ধারে অভিযান চলছে।

সর্বশেষ খবর