শিরোনাম
বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মাগুরা ও ঝিনাইদহে বাজুসের মতবিনিময় সভা

মাগুরা ও ঝিনাইদহ প্রতিনিধি

মাগুরা ও ঝিনাইদহে বাজুসের মতবিনিময় সভা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুসের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে সংগঠনের মাগুরা জেলা শাখার সদস্যদের। শহরের দিনান্ত ক্লাবে গতকাল দুপুরে এ মতবিনিময় সভা হয়। মাগুরা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বিমল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সম্পাদক মোহাম্মদ লিটন হাওলাদার, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ রিপনুল হাসান, জুয়েলার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি রকিবুল ইসলাম সঞ্জয় চৌধুরী। বক্তব্য রাখেন মাগুরা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, ওহিদুল ইসলাম, হারান ভদ্র বিশ্বাস, তপন কুমার বিশ্বাস, ইমদাদ খান, সমরেন বৈদ্য, সাধন কর্মকার প্রমুখ। প্রধান অতিথি আনোয়ার হোসেন বলেন, বাজুস কেন্দ্রীয় সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারা দেশে এ সংগঠন এখন সুসংগঠিত। সংগঠনের উপযোগিতা বৃদ্ধি পাওয়ায় সদস্য সংখ্যা ৭ হাজার থেকে ৪০ হাজারে উন্নীত হয়েছে। সায়েম সোবহান আনভীর চান স্বর্ণ ব্যবসা এমন একটি মানে উন্নীত হোক যেখানে ব্যবসায়ী এবং ক্রেতা সমানভাবে লাভবান হবেন। এ কারণে বসুন্ধরা গ্রুপের প্রচেষ্টায় বাংলাদেশে প্রথমবারের মতো স্বর্ণ প্রক্রিয়াজাতকরণ কারখানা হচ্ছে। এর মাধ্যমে স্বর্ণ ব্যবসায় নতুন অধ্যায়ের সূচনা হবে। এ কারখানা শুধু দেশে সোনা প্রাপ্তি সহজলভ্য করবে না, বিদেশেও স্বর্ণ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন হবে। কর্মসংস্থান হবে অসংখ্য মানুষের। এদিকে ঝিনাইদহ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল বাজুস জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা হয়েছে। সংগঠনের জেলা সভাপতি পঞ্চরেশ চন্দ্র পোদ্দার সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন বাজুস ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক সাধন সরকার। সভায় ছয় উপজেলার জুয়েলার্স সমিতির নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ভ্যাট ছাড়া কেউ স্বর্ণ বেচাকেনা করবেন না। স্বর্ণের সোনালি যুগ ফিরিয়ে আনতে আমাদের সভাপতি সায়েম সোবহান আনভীর কাজ করে যাচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর