বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ভোক্তা অধিকারের অভিযানে তিন ব্যবসায়ীর জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ক্রয় মূল্যের রসিদ না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে তেল ও চিনি বিক্রি করার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার মনিটরিং অভিযানে এ জরিমানা করা হয়। সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে গতকাল দুপুরে আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে অভিযান চালানো হয়। এ সময় চিনি ও তেলের ক্রয় মূল্যের রসিদ না থাকা, প্যাকেটের গায়ে লেখা মূল্য মুছে ফেলাসহ অতিরিক্ত মূল্যে বিভিন্ন পণ্য বিক্রি করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন ব্যবসায়ীকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। তাদের সঠিক মূল্যে পণ্য বিক্রি করার কথা বলা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, নিয়মিত বাজার তদারকির জন্য এ অভিযান।

 

সর্বশেষ খবর