বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বখাটেদের উৎপাতে নিরাপত্তাহীনতায় নারীরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে বখাটেদের উৎপাত উদ্বেগজনক হারে বাড়লেও পুলিশের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। এতে হতাশায় ভুগছেন নারী শিক্ষার্থীসহ এলাকাবাসী। জানা গেছে, বখাটেরা কিশোর গ্যাং তৈরি করে স্কুল-কলেজের সময় ছাড়াও সকাল ও বিকালে বিভিন্ন কোচিং সেন্টারের সামনে দলবেঁধে অবস্থান করছে এবং ছাত্রী ও নারী অভিভাবকসহ বিভিন্ন বয়সী মহিলাদের উত্ত্যক্ত করছে। এতে আতঙ্ক দেখা দিলেও বখাটেদের দলবদ্ধ অবস্থানের কারণে ভয়ে তাদের কেউ কিছু বলার সাহস পাচ্ছেন না। বখাটেদের তৎপরতা প্রসঙ্গে একাধিক শিক্ষার্থী ও অভিভাবক এ প্রতিবেদককে জানান, সকালে বিশেষ করে বালিকা বিদ্যালয় শুরু এবং ছুটির সময় শহরের হরিমোহন গাবতলা কলেজ মোড়, মহিলা কলেজ মোড়, কাঁঠালবাগিচা, গোয়ালপাড়া এলাকাসহ বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের সদস্যরা দলবেঁধে অবস্থান করছে এবং নারী শিক্ষার্থীদের দেখে অশ্লীল মন্তব্য করছে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বাবা-মা থাকলেও বখাটেরা কোনো তোয়াক্কা না করেই বাজে কথা বলছে, এমনকি ছাত্রীদের শরীরে হাত দিতেও দ্বিধাবোধ করছে না। এতে ছাত্রীরা চরম নিরাপত্তাহীনতাসহ আতঙ্ক নিয়ে স্কুল-কলেজসহ কোচিং সেন্টারে যাতায়াত করছে। তারা অভিযোগ করে বলেন, বখাটেরা প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে প্রকাশ্যে অবস্থান করছে।

সর্বশেষ খবর