শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জলাবদ্ধতায় কৃষকের সর্বনাশ

সিরাজগঞ্জে অনাবাদি ৩ হাজার ৭৩১ একর জমি

আব্দুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

জলাবদ্ধতায় কৃষকের সর্বনাশ

দীর্ঘদিন জলাবদ্ধ থাকা জমিতে জন্মেছে কচুরিপানা -বাংলাদেশ প্রতিদিন

যত্রতত্র পুকুর খনন, খাল-নদী ও ক্যানেল বন্ধ করে অপরিকল্পিত রাস্তা নির্মাণ, সেতু-কালভার্টের মুখ ভরাট করায় সিরাজগঞ্জে প্রায় ৫ হাজার হেক্টর জমি জলাবদ্ধতার কারণে অনাবাদি হয়ে পড়েছে। এতে বছরে ২০-২৫ হাজার মেট্রিক টন ধান, ১২-১৫ হাজার মেট্রিক টন সরিষাসহ হাজার হাজার মেট্রিক টন সবজি উৎপাদন ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজার হাজার কৃষক। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বর্তমানে সিরাজগঞ্জের ৯ উপজেলায় ৩ হাজার ৭৩১ একর জমি জলাবদ্ধ হয়ে আছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ৭৫ একর রায়গঞ্জ উপজেলায়। এছাড়া তাড়াশে ৮৬৫, বেলকুচিতে ৬৬৭, সদরে ৪৯২, কামারখন্দে ২৭১, শাহজাদপুরে ২২২, উল্লাপাড়ায় ৮৯ ও কাজিপুরে ৫০ একর জমিতে রয়েছে জলাবদ্ধতা। তবে বেসরকারি হিসাবে জেলায় জলাবদ্ধ জমি ৫ হাজার হেক্টরের বেশি। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, চলনবিল অধ্যুষিত তাড়াশ, রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় অবাধে পুকুর খনন, খাল-ক্যানেল বন্ধ করে রাস্তা ও স্থাপনা নির্মাণের ফলে প্রতি বছরই জলাবদ্ধতা বাড়ছে। তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের মাধবপুর, মথুরাপুর, বিদি মাগুড়া ও শ্রীকৃষ্ণপুরের চাষিরা জানান, তাদের এলাকায় প্রায় ১ হাজার বিঘা জমি পানির নিচে। বর্ষা পেরিয়ে শীত এলেও এসব জমিতে এখনো হাঁটু পানি। পুরো মাঠ কচুরিপানায় ভরে গেছে। জমির অধিকাংশই ৬-৭ মাস পানির নিচে থাকে। ফলে বছরের দুটি আবাদ থেকে বঞ্চিত হন কৃষক। আবার কোনো জমি জলাবদ্ধ হয়ে সারা বছরই পরিত্যক্ত অবস্থায় থাকে। একই অবস্থা মাধাইনগরের সরাপপুর ও ঝুরঝুরি এলাকায়ও। এখানে সারা বছর জলাবদ্ধতার কারণে চাষাবাদ হয় না বললেই চলে। তাড়াশের শোলাপাড়া  গ্রামের কৃষক দুলাল হোসেনসহ অনেকে জানান, জলাবদ্ধতার কারণে তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি কমে যাচ্ছে ফসল উৎপাদন। তাড়াশ সদর এলাকার কৃষক রাজ্জাক, গৌতম কুমার রিপন ও তমছের আলী জানান, অপরিকল্পিত পুকুর খননবন্ধসহ ক্যানেলের মুখ খুলে দেওয়ার জন্য কৃষি অফিসে বারবার বললেও তারা ব্যবস্থা নেয়নি। জমিগুলো আবাদযোগ্য করার জন্য অবৈধ পুকুর খনন বন্ধসহ পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ                    অধিদফতরের উপপরিচালক বাবলু কুমার সূত্রধর বলেন, অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কৃষকদের পুকুর খননে নিরুসাৎসাহিত করার পাশাপাশি জলাবদ্ধতার বিষয়টি জেলা সমন্বয় সভায় উত্থাপন করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জমি চাষযোগ্য করে তোলা হবে। যাতে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জমিও অনাবাদি না থাকে।

 

সর্বশেষ খবর