শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

গ্রাহকের ৬ কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

গ্রাহকের ৬ কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ৬

চাঁপাইনবাবগঞ্জে প্রগ্রেসিভ স্টার সোসাইটি (পিএসএস) নামে ভুয়া এনজিও খুলে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের হোতাসহ ছয়জনকে গ্রেফতার করেছেন র‌্যাব-৫-এর সদস্যরা। গ্রেফতাররা হলেন- আবদুস সামাদ, জামাল উদ্দিন, মাহফুজুর রহমান, জুয়েল আলী, গোলাম রাসেল ও আলমগীর হোসেন। বুধবার সন্ধ্যায় নয়ালাভাঙ্গা ইউনিয়নে পিএসএসের অফিস কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়।  এ সময় ৫ হাজার ভুয়া পাস বই, বিভিন্ন ব্যাংকের তিনটি ব্ল্যাংক চেক, সাতটি মোবাইল, ১২টি সিমকার্ড ও ২৪টি ভুয়া সিল জব্দ করা হয়। গতকাল সকালে র‌্যাব গণমাধ্যমকে জানায়, গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে গ্রামের সহজ-সরল মানুষকে অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে প্রগ্রেসিভ স্টার সোসাইটি নামে এনজিও প্রতিষ্ঠা করে। মানুষ তাদের এনজিওতে টাকা বিনিয়োগ ও পরে ঋণ গ্রহণের জন্য ফাঁকা চেক জমা দেন। এনজিও কর্মীরা ব্ল্যাংক চেক নিয়ে ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করে এবং গ্রাহকের জমানো ৬ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় র‌্যাব।

সর্বশেষ খবর