শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিএনপির ৪৬ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।  গতকাল দুপুরে ধুনট থানার এসআই রুহুল আমিন খান এ মামলা করেন। ওই মামলা গ্রেফতার দেখিয়ে দুজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, বুধবার রাতে উপজেলার উল্লাপাড়া এলাকায় কিছু লোক নাশকতা সৃষ্টির উদ্দেশে একত্রিত হয়েছে। তারা ককটেল বিস্ফোরণ করে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে- এমন খবরে ভোর ৫টার দিকে থানার উপ-পরিদর্শক রুহুল আমিন খান ফোর্স নিয়ে অভিযান চালান। এ ঘটনায় উপজেলা বিএনপি নেতা একেএম তৌহিদুল আলম মামুনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৪৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে আদমদীঘিতে যুবলীগের সন্ত্রাসবিরোধী বিক্ষোভে ককটেল নিক্ষেপের ঘটনায় উপজেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৭ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। আদমদীঘি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।

সর্বশেষ খবর