শিরোনাম
শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কুড়িগ্রামে ‘ভূমি জাদুঘর’ উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি

ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ মানুষের সেবা পেতে ভয়-ভীতি দূর করার লক্ষ্যে কুড়িগ্রাম সদর উপজেলার ভূমি অফিসকে ‘ভূমি জাদুঘর’ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। গতকাল দুপুরে এ ভূমি জাদুঘর উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান, সদর উপজেলা ভূমি কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্প্রসারণের লক্ষ্যে কুড়িগ্রাম পৌরএলাকার সদর ভূমি অফিসের অতি প্রাচীন ভবনটি সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজানো হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনার জানান, ভূমি ব্যবস্থাপনার যে আমূল পরিবর্তন হয়েছে এ জাদুঘরে এলে মানুষ বুঝতে পারবেন।

এছাড়াও বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনায় যে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে তার মাধ্যমে সাধারণ মানুষের ভূমি ব্যবস্থাপনার ভীতি দূর হবে।

সর্বশেষ খবর