বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

এইডস ঝুঁকিতে হিলি

হিলি প্রতিনিধি

এশিয়ার মধ্যে এইডসে আক্রান্তের দিক থেকে ভারতের অবস্থান প্রথম।  সেই ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন আমদানিকৃত পণ্যবাহী ট্রাকের সঙ্গে চালক হিসেবে শত শত ভারতীয় নাগরিক দেশে প্রবেশ করে। আবার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে অনেক মানুষ যাতায়াত করে থাকেন। কিন্তু স্থলবন্দরে ও ইমিগ্রেশন চেকপোস্টে এদের কোনো ধরনের রক্ত ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেই বন্দরে। এতে করে এইডসের চরম ঝুঁকিতে রয়েছে হিলি স্থলবন্দর এলাকাসহ এই উপজেলার মানুষজন।  ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে ট্রাকচালকরা পণ্য খালাসে বিলম্বের কারণে চালক ও সহকারীরা ২০/২৫দিন অবস্থান করেন বন্দরে। রাত্রি যাপনের কারণে তারা যৌনকর্মী ও হিজড়াদের সঙ্গে মেলামেশা করেন। তেমনি সীমান্ত এলাকা হওয়ার কারণে অনেক হিজড়া বাংলাদেশ থেকে ভারতে যায় বা ভারত থেকে বাংলাদেশে আসে। সহজলভ্য হওয়ার কারণে অনেকেই মাদকসেবন করতে আসেন এখানে। একই সুই সিরিঞ্জ ব্যবহারে তাদের মাধ্যমে এইচআইভি সংক্রমণের আশঙ্কা রয়েছে। এইডস প্রতিরোধে পূর্বে ৫/৬টি এনজিও কাজ করলেও বর্তমানে মাত্র ৩টি কাজ করায় ঝুঁকি আরও বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশে এইচআইভিতে আক্রান্ত ৮ হাজার ৭৬১ জন। ২১ সালেই আক্রান্ত হয়েছেন ৭২৯ জন, এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৮ জনের, ২১ সালেই মৃত্যু হয়েছে ১৮৮ জনের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর