বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

৪৪ হাজার কৃষক পাচ্ছেন প্রণোদনা

নাটোর প্রতিনিধি

চলতি মৌসুমে নাটোর জেলার ৪৪ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ২ কোটি ৪৫ লাখ ৪১ হাজার টাকার উফশী ও হাইব্রিড জাতের বোরো প্রণোদনা পাচ্ছেন। চাষাবাদে উৎসাহিত করতে কৃষকদের বিনামূল্যে দেওয়া হচ্ছে এসব উফশী ও হাইব্রিড জাতের বোরো বীজসহ রাসায়নিক সার। এবার বোরো মৌসুমে সরকারের প্রণোদনা সহায়তায় জেলার সাত উপজেলায় প্রায় ১ হাজার ৪০০ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি রবি-২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ১৬ হাজার ২০০ জন কৃষককে উফশী জাতের বোরো বীজ ও ২৮ হাজার জনকে হাইব্রিড জাতের ধান বীজ দেওয়া হবে। প্রতিজনকে উফশী জাতের বীজ ৫ কেজি, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং দুই কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ প্রণোদনা হিসেবে দেওয়া হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবদুল ওয়াদুদ জানান, শিগগিরই বোরো আবাদ শুরু হবে।

সর্বশেষ খবর