বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

গাইবান্ধায় বাম জোটের জনসভা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে গতকাল বিকালে বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জোটের কেন্দ্রীয় সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান আমলের ২২ পরিবারের হাত থেকে মুক্তি পেলেও দেশ আজ ২ হাজার ২০০ পরিবারের হাতে বন্দি। রাষ্ট্রীয় মাফিয়া ও রাস্তার মাফিয়ারা আজ দেশ চালাচ্ছে। সাধারণ মানুষের স্বার্থ শাসকগোষ্ঠীর কাছে উপেক্ষিত। তাই ২০-২৫ হাজার টাকার জন্য দেশকে বাঁচিয়ে রাখা কৃষককে জেলে যেতে হয়, আর লাখো-কোটি টাকা পাচারকারীরা ভিআইপি মর্যাদায় চলাফেরা করে! রুহিন হোসেন প্রিন্স দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের অর্জন আজ লুণ্ঠিত। বর্তমান সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।

সর্বশেষ খবর