সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

খানাখন্দের আট কিলোমিটার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

খানাখন্দের আট কিলোমিটার

পটুয়াখালীর দুমকির থানা-ব্রিজ-মৌকরণ সড়ক

দুমকিতে এলজিইডির থানা-ব্রিজ-মৌকরণ ৮ কি.মি. সড়কের কার্পেটিং ছোট-বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। ভাঙাচোড়া রাস্তায় অটোভ্যান, রিকশা ও মোটরসাইকেল ঝুঁকি নিয়ে চলাচল করলেও অন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কটির আশ-পাশের বাসিন্দা ও চলাচলকারী যাত্রী সাধারণের ভোগান্তি ক্রমেই বাড়ছে। দুমকি থানা ব্রিজ থেকে মুন্সীর হাট-মৌকরণ হয়ে লাউকাঠী পর্যন্ত এলজিইডির সড়কের দুমকি অংশের ৮ কিলোমিটারে চরম বেহাল দশায় পরিণত হয়েছে। কার্পেটিং উঠে অসংখ্য খানাখন্দ আর বিশাল বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় এ সড়ক দিয়ে যানবাহন চলাচলে বিঘ্নের সৃষ্টি হচ্ছে। উপজেলা শহর থেকে পটুয়াখালী জেলা শহরে কম সময়ে সহজ যাতায়তের এ সড়কটির যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এমন ভাঙ্গা খানাখন্দের সড়ক ব্যবহার করে কোন যানবাহনই সচারাচার চলাচল করতে চায় না। ফলে ওই সড়ক সংলগ্ন বাসিন্দারা পড়েছে মারাত্মক অসুবিধায়। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের নিত্য যাতায়াতে অতিরিক্ত খরচের পাশাপাশি যানবাহন বিড়ম্বনার শিকার হতে হয়। মুন্সীর হাটের ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য আবদুস সোবাহান মুন্সী আক্ষেপ করে জানান, এলজিইডির অত্যন্ত গুরুত্বপূর্ণ জনচলাচলের সড়কটি খানাখন্দের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। জনচলাচল স্বাভাবিক রাখতে শিগগিরই রাস্তাটি সংস্কার করা দরকার। থানা-ব্রিজ-মৌকরণ রুটে চলাচলকারী অটো স্ট্যান্ডের স্টাটার সবুজ মৃধা বলেন, রাস্তা খারাপ হওয়ায় সহজে কোনো গাড়ি এ রাস্তায় যেতে চায় না। এ রাস্তায় একবার আপ-ডাউন হলেই দেখা যায় গাড়ির কোনো না কোনো ক্ষতি হয়েছে। মালিকরা ক্ষতি পোষাতে না পেরে এই রাস্তায় চলাচল প্রায় বন্ধই রেখেছে। হাতে গোনা কয়েকটা গাড়ি চলাচল করলেও গন্তব্যের শেষ পর্যন্ত যেতে পারছে না। তাতে যাত্রীদের আরও দুর্ভোগের শিকার হতে হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির মৃধা বলেন, পটুয়াখালী জেলা শহরের সঙ্গে স্বল্প সময়ে কম খরচে দ্রুত ও সহজ যাতায়াতের রাস্তাটির এমন দুরাবস্থার কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। উপজেলা প্রকৌশলী (চলতি দায়িত্বে) দিপুল কুমার বিশ্বাস বলেন, খুব শিগগিরই রাস্তাটি সংস্কার করা হবে। টেন্ডার প্রক্রিয়ায় আছে।

সর্বশেষ খবর