সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ ভবনে স্বাস্থ্যসেবা

নেত্রকোনা প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ ভবনে স্বাস্থ্যসেবা

মদন স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবন

হাওর অধ্যুষিত নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। ৩১ শয্যার ভবনটি জরাজীর্ণ হয়ে পড়লেও সংস্কার বা নতুন ভবন তৈরির উদ্যোগ নেন সংশ্লিষ্টরা। এতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত এ সমস্যা সমাধানের দাবি চিকিৎসকদের। জানা যায়, হাওরের মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় ৩১ শয্যার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রায় এক দশক ধরে ভবনটির জরাজীর্ণ অবস্থা। পলেস্তরা খসে পড়ায় ঝুঁকিতে রয়েছেন সেবা নিতে আসা রোগীসহ সেবা দানকারীরা। সেবার মান উন্নয়নে ২০১৫ সালে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করতে ১৯ শয্যার নতুন ভবন নির্মাণ করে স্বাস্থ্য বিভাগ। ওই ভবনে এখন আশ্রয় হয়েছে সবার। পুরাতন ভবনে দেয়াল ধসে পড়ায় রোগীদের সরিয়ে নেওয়াসহ অন্যান্য কার্যক্রমও চলছে নতুন ভবনে। ঝুঁকি নিয়েই সেবা নিতে আসছেন দূর-দূরান্তের রোগীরা। এখানে পাশর্^বর্তী খালিয়াজুরী, কেন্দুয়া ও আটপাড়া উপজেলার মানুষও আসেন সেবা নিতে। জায়গার অভাবে টিকাদান, প্যাথলজি আইসোলেশনসহ সব কার্যক্রম রয়েছে বন্ধ। পুরোপুরি পরিত্যক্ত হয়ে পড়েছে ৩১ শয্যার ভবনটি। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন চিকিৎসকরা। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এ কে এম রিফাত সাঈদ নানা সমস্যার কথা তুলে ধরে জানান, স্থানীয় রাজনৈতিকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষও জানেন হাসপাতালের এ অবস্থার কথা। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বারবার ওপর মহলে লিখিতভাবে পাঠিয়েছেন। হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত হলে সেবা দেওয়া নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না।

সর্বশেষ খবর