সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মেয়ের ফিরে আসার অপেক্ষায় মা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

মেয়ের ফিরে আসার অপেক্ষায় মা

২০১৪ সালে জীবিকার সন্ধানে লেবানন পাড়ি জমান রুপা (৩৩)। মা আনোয়ারা বেগমের কাছে রেখে যান সাত বছরের একমাত্র সন্তান ফয়সাল হোসেনকে। দেড় বছর প্রবাস জীবন শেষে ২০১৫ সালের মাঝামাঝি দেশে ফিরে আসেন তিনি। এরপর মানসিকভাবে সুস্থ ছিলেন না রুপা। সাত বছর ধরে মাঝে মাঝেই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন। আবার একাই ফিরে আসতেন। গত অক্টোবরে নিখোঁজ হন রুপা। অশ্রুসজল চোখে এমন বর্ণনা দেন রুপার বিধবা মা আনোয়ারা। তিনি ফিরে পেতে চান মেয়েকে। উপজেলার সদর ইউনিয়নের উত্তর আলমনগর (মধু শিকদারের ডাঙ্গী) গ্রামে আনোয়ারা বেগমের বাড়ি। দুই ভাই-বোনের মধ্যে রুপা বড়। ছোট ভাই শফিকুল পেশায় রাজমিস্ত্রি। রুপা বিদেশ যাওয়ার পর তার স্বামী অন্যত্র বিয়ে করে সংসার করছেন। নানির কাছে বড় হয়েছে একমাত্র সন্তান। তার বয়স এখন ১৫ বছর। ফয়সাল বলে মাকে ছাড়া তার ভালো লাগে না।

 মা অসুস্থ হলেও তাকে দেখলে শান্তি লাগত। স্থানীয় ইউপি সদস্য রুপার হারিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত করে বলেন, মেয়েটি মানসিক বিকারগ্রস্ত ছিল। রুপাকে না পেয়ে গত ২৬ নভেম্বর চরভদ্রাসন থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার।

সর্বশেষ খবর