সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রধান শিক্ষকের বিচার দাবি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় চুমুরদি ইউনিয়নের শরীফাবাদ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থীর শ্লীলতাহানির ঘটনায় প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনের বিচার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল সকালে শরীফাবাদ স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বক্তব্য রাখেন ফিরোজার রহমান, মীর হায়দার, সোবহান শিকদার, শিক্ষার্থী হাবিবা আক্তার প্রমুখ।

 মানববন্ধন চলাকালে বক্তারা অভিযুক্ত শিক্ষক সাখাওয়াত হোসেনের বিচারের পাশাপাশি স্কুল থেকে তাকে অপসারণের দাবিও জানান। এতে শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার স্কুলের পরীক্ষা চলাকালীন নকল করার অভিযোগে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর খাতা নিয়ে যান শিক্ষিকা স্বরবাণী সাহা। পরে ওই শিক্ষার্থী ঘটনাটি জানান প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনকে। তিনি ঘটনাটি শুনে শিক্ষার্থীকে তার রুমে ডেকে নিয়ে যান। একপর্যায়ে তাকে জড়িয়ে ধরেন প্রধান শিক্ষক। এ সময় মেয়েটির বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মেয়েটির পরিবার একটি মামলা দায়ের করে। পরে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। বর্তমানে প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন কারাগারে রয়েছেন।

সর্বশেষ খবর