সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সড়ক সংস্কারে অনিয়ম উঠে যাচ্ছে কার্পেটিং

ঠাকুরগাঁও প্রতিনিধি

সড়ক সংস্কারে অনিয়ম উঠে যাচ্ছে কার্পেটিং

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে- এমন খবর ছাপা হয় বাংলাদেশ প্রতিদিনে। এর পরই তড়িঘড়ি করে কাজ শেষ করেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্পেটিংয়ের কাজে অনিয়ম হওয়ায় মেরামত শেষ হওয়ার ২০ দিনের মাথায় উঠে যাচ্ছে পাথর। বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী থেকে পাড়িয়াবাজার পর্যন্ত ৫ দশমিক ১ কিলোমিটার রাস্তার কাজ শেষে এমন দৃশ্য দেখা গেছে। নজরুল ইসলাম নামে স্থানীয় একজন অভিযোগ করেন, রাস্তার কাজ চলাকালে স্থানীয়রা বারবার নিম্নমানের ইট ব্যবহারে বাধা দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। তাতেও কর্ণপাত না করায় কাজে বাধা দিলে এলাকাবাসী ও ঠিকাদারের লোকজনের মধ্যে হাতাহাতিও হয়েছে। ঘটনাটি থানা পুলিশ পর্যন্ত গড়ায়। তবুও বন্ধ হয়নি অনিয়ম। ঠিকাদারের লোকজন ইচ্ছামতো কাজ করেছেন। বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশল অধিদফতর সূত্র জানায়, বালিয়াডাঙ্গীর চাড়োল ইউনিয়নের লাহিড়ীবাজার থেকে পশ্চিম দিকে পাড়িয়াবাজার পাঁচ কিলোমিটার রাস্তা মেরামতে ব্যয় ধরা হয়েছে ৭৬ লাখ টাকা। ইমরান হোসেন নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ পেলেও মেসার্স রহমান এন্টারপ্রাইজের হয়ে সহকারী ঠিকাদার আসাদুজ্জামান লাভলু বাস্তবায়ন করেছেন। অভিযোগ অস্বীকার করে আসাদুজ্জামান লাভলু বলেন, নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় কাজ বাস্তবায়ন করতে একটু এদিক-সেদিক করতে হচ্ছে। তারপরও এ কাজে লাভ হবে না বলে জানান তিনি। উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলামকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। ঠাকুরগাঁও এলজিইডির প্রধান প্রকৌশলী শাহারুল আলম মন্ডল আলম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ওই ঠিকাদারের কাজের মান যাচাই করছি। আপাতত বিল বন্ধ রাখা হয়েছে।

সর্বশেষ খবর