সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ইজিবাইকচালক হত্যার বিচার দাবি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ইজিবাইকচালক খালেকুল হত্যাকারীর বিচারের দাবিতে আধাবেলা ধর্মঘটের পাশাপাশি বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটি দিনাজপুর জেলা শাখা। বিচার দাবিতে ডাকা আধা বেলা ধর্মঘটে দিনাজপুর শহরে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীরা। পায়ে হেঁটে অফিস স্কুলসহ সব ধরনের কাজে যেতে হচ্ছে সাধারণ মানুষকে।

গতকাল দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলা ইজিবাইক শ্রমিক ও মালিক চালক সোসাইটি দিনাজপুর জেলা শাখা। পরে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। গতকাল ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত ইজিবাইক চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করে চালকরা। উল্লেখ্য, দিনাজপুর শহরের প্রতি শুক্রবার চুরিপট্টি-চারুবাবুর মোড় এলাকায় ভোর থেকে দুপুর পর্যন্ত বউবাজার বসে। ওইদিন চুরিপট্টি-চারুবাবুর মোড় সড়ক, মালদাহপট্টির একাংশে ক্রেতার ভিড় থাকায় যানজটের সৃষ্টি হয়। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন সন্তোষ কুমার। যানজটে পড়ে তিনি ইজিবাইক চালক খালেকুল ইসলামকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে খালেকুল বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। এ সময় মেঘা বস্ত্রলয়ের স্বত্বাধিকারী সন্তোষ ওরফে ডাল মিয়া রেগে গিয়ে তাকে ঘুসি মারেন। এ সময় খালেকুল পড়ে যায়। স্থানীয়দের খবর পেয়ে খালেকুলের স্ত্রী নুরজাহান বেগম ঘটনাস্থলে উপস্থিত হন। স্বামীকে ইজিবাইকে তুলে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর