সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ঋণের কিস্তির চাপে আত্মহত্যা!

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুরে ঋণের কিস্তি পরিশোধের চাপ সহ্য করতে না পেরে শাবানা পারভীন লাইলী (৩৭) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। শহরের রেলওয়ে অফিসার্স কলোনি এলাকায় গত শনিবার এ ঘটনা ঘটে। শাবানা ওই এলাকার জাবেদ আলী পাপ্পুর স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাবেদ আলী তার স্ত্রীর নামে কয়েকটি এনজিওসহ স্থানীয় কয়েকজনের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা ঋণ নেন। ওই ঋণের কিস্তি প্রতিদিন পরিশোধ করতে হতো। স্বামীর সামান্য বেতনে শাবানার পক্ষে কিস্তি পরিশোধ কষ্টকর হয়ে উঠেছিল। এক পর্যায়ে ব্যাংক, এনজিওসহ অন্যরা টাকার জন্য তাগাদা দিতে থাকে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এর জেরে সবার অগোচরে বাড়ির ভিতর গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শাবানা। জাবেদ আলী বলেন, তিন মাস আগে আমার চাকরি চলে যায়। পরে ব্যবসার জন্য দুটি ব্যাংক, একটি এনজিও ও তিনজনের কাছ থেকে স্ত্রীর নামে ঋণ নিয়েছিলাম। ব্যবসায় সব টাকা নষ্ট হয়েছে। অভাবের কারণে ঠিকভাবে কিস্তি দিতে পারছিলাম না। পাওনাদাররাও প্রতিদিন চাপ দিত। মানসিক চাপে আমার স্ত্রী আত্মহত্যা করেছে।

সর্বশেষ খবর