মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রাবার ড্যাম ক্ষতিগ্রস্ত

নালিতাবাড়ী প্রতিনিধি

রাবার ড্যাম ক্ষতিগ্রস্ত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদীর ওপর স্থাপিত রাবার ড্যাম নষ্ট হওয়ায় সামনে বোরো মৌসুমে ১০ হাজার একর আবাদ হুমকির মুখে রয়েছে। কৃষকরা দ্রুত সংস্কারের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে উপজেলার জামিরাকান্দা এলাকায় ভোগাই নদীর ওপর ১০ কোটি টাকা ব্যয়ে ১০০ মিটার দৈর্ঘের রাবার ড্যাম ও সেতু নির্মাণ করা হয়। শুষ্ক মৌসুমে এ বাঁধের মাধ্যমে আট কিলোমিটার নদীর উজানে পানি মজুত করা হয়। এই পানি ১১টি খালের মাধ্যমে পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় ১০ হাজার একর আবাদি জমি সেচ সুবিধা দেয়। কয়েক বছর ধরে রাবার ড্যামের ভাটিতে ইটের গাঁথুনি ভেঙে গেছে। এতে রাবার ড্যাম ও সেতুটি ঝুঁকিতে রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর বলেন, রাবার ড্যামের দেখভালের জন্য শিগগিরই পরিচালনা কমিটি গঠন করা হবে। খুব দ্রুত ক্ষতিগ্রস্ত স্থান সংস্কার করা হবে।

সর্বশেষ খবর