মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সরকারি বই বিক্রির অভিযোগ

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সূত্র জানায়, গত ৬ নভেম্বর ছুটির কিছুক্ষণ পর স্কুলে আসেন প্রধান শিক্ষক। এ সময় তার সঙ্গে দুই অস্থায়ী শিক্ষক এবং দুজন কর্মচারী ছিলেন। তারা গোডাউনে ঢুকে সেখানে রাখা সব বই পিকআপে তুলে দেন। বিদ্যালয়ের সভাপতি এনামুল হক মুকুল জানান, গত বছরও প্রধান শিক্ষক একইভাবে বই বিক্রি করে দেন। শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিদ্যালয়ের সরকারি বই বিক্রির কোনো বিধান নেই।

সর্বশেষ খবর