মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ইটভাটা মালিককে জরিমানা দুটি এস্কেভেটর জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সোনাই নদীর খনন করা মাটি লোপাটের দায়ে ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন গতকাল এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড সোনাই নদীর মাটি খনন করে নদীর পাড়ে রাখে। সোমবার (গতকাল) এক ইটভাটার মালিক ফারুক মিয়া ৩-৪টি ট্রাক্টরে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ইটভাটা মালিক ফারুক মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা অনুসারে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অভিযান চলাকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ লোকজন উপস্থিত ছিলেন। চালক ট্রাক্টরগুলো নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা যায়নি।

সর্বশেষ খবর