মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পঞ্চগড়ে গমবীজ সংকট

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে গমবীজ সংকট

বীজের জন্য বিক্রয় কেন্দ্রে কৃষকের ভিড় -বাংলাদেশ প্রতিদিন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চলতি বছর গম আবাদে ঝুঁকেছেন চাষিরা। ক্রমবর্ধমান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, সার, কীটনাশকসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় অল্প খরচে গমের আবাদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা। অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে গমের মূল্য বেড়ে যাবে এমন আশায় গম আবাদে আগ্রহ বাড়ছে তাদের। গত কয়েক দিন ধরে গম বীজের ডিলার এবং দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেকে গমের বীজ পেয়েছেন। এরপর হঠাৎ করেই বীজের সংকট তৈরি হওয়ার কারণে অনেকে ফিরছেন খালি হাতে। চাহিদার তুলনায় বরাদ্দ কম বলে চাষিদের গমের বীজ দিতে পারছে না কৃষি অফিস। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী দ্বিগুণ মূল্যে বীজ বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। জানা যায়, ২০ কেজি ওজনের একটি গমের বীজের বস্তার মূল্য ১ হাজার ১৬০ টাকা নির্ধারণ করেছে সরকার। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দেড় থেকে ২ হাজার টাকা মূল্যে তা বিক্রি করছেন। তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বৈরাগীগজ গ্রামের শহীদুল ইসলাম জানান, ১ হাজার ৭০০ টাকা দরে ২০ কেজি ওজনের গমের বীজের বস্তা কিনেছি। অসাধু ব্যবসায়ীরা রাতারাতি দাম বাড়িয়েছে। সারের দামও বাড়তি। পঞ্চগড় কৃষি উন্নয়ন করপোরেশন বীজ বিক্রয় কেন্দ্রে গতকাল চাষিরা বীজের জন্য ভিড় করেন। এ কার্যালয়েও গমের বীজ পাননি অনেক কৃষক। জেলা বীজ বিক্রয় কেন্দ্রের ভারপ্রাপ্ত গুদাম রক্ষণাবেক্ষণ কর্মকর্তা রাসেদুজ্জামান জানান, এবার চাষিরা গম আবাদে ঝুঁকেছেন। বিশেষ করে তেঁতুলিয়া উপজেলার চাষিরা। গত বছর জেলার জন্য ১ হাজার ৩৪৮ মেট্রিক টন গমের বীজ বরাদ্দ ছিল। এবার বরাদ্দ কম। পুরো জেলার জন্য মাত্র ৬৮১ টন। আমরা আবার চাহিদা পাঠিয়েছি। হয়তো দু-একদিনের মধ্যে এই সংকট কেটে যাবে। গমের বীজের মূল্য কোনো ব্যবসায়ী বেশি নিলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানোর অনুরোধ করেন তিনি। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, সুনির্দিষ্ট প্রমাণসহ কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর