শিরোনাম
মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত চাষি

নীলফামারী প্রতিনিধি

বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত চাষি

নীলফামারীতে আগাম বোরো ধানের বীজতলা তৈরি ও বীজ বপনের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা স্থানীয় হাট-বাজার থেকে উচ্চফলনশীল ও স্বল্প জীবনকাল হাইব্রিড ও আটাশ জাতের ধান বীজ কিনে চারা পরিচর্যার কাজ করছেন। শৈত্যপ্রবাহ থেকে রক্ষা ও বন্যার আগে ধান ঘরে তোলার জন্য কৃষকরা ১৫ দিন আগে শুরু করেছেন বোরোর আগাম বীজতলা তৈরি ও বপন। বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিমপাড়া গ্রামের কৃষক আমিনুর রহমান বলেন, তীব্র শীত পড়ার আগে বীজ বপন করলে অধিক চারা গজায়। চারাগুলো আপদহীনভাবে বেড়ে ওঠে। এতে বীজের অপচয় হয় না। অল্প বীজে অধিক জমিতে চারা রোপণ করা যায়। কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কৃষক আজাদ আলী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বেড়েছে সার, ডিজেল, কীটনাশকের দাম। পাশাপাশি দাম বেড়েছে কৃষি শ্রমিক, হলচাষ মজুরির। গত বছরের তুলনায় ধান রোপণ, পরিচর্যা, সেচমূল্য, ধান ঘরে তোলা পর্যন্ত বাড়তি টাকা গুনতে হবে কৃষকদের।

 কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, চলতি মৌসুমে ১১ হাজার ১২০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বোরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র-প্রান্তিক ৪ হাজার ১০০ চাষির মধ্যে কৃষি প্রণোদনার উচ্চফলনশীল ও হাইব্রিড জাতে ধান বীজ এবং সার বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রা অনুপাতে কৃষকরা ৭৮০ হেক্টর জমিতে বীজতলা তৈরি ও বীজ বপন শুরু করেছেন।

সর্বশেষ খবর