মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

কবি সরোজের ওপর হামলার বিচার দাবি

গাইবান্ধা প্রতিনিধি

দেশের খ্যাতিমান লিটলম্যাগ সম্পাদক কবি সরোজ দেবের ওপর হামলার প্রতিবাদ এবং তার নিরাপত্তার দাবিতে গাইবান্ধায় গতকাল মানববন্ধন হয়েছে। গাইবান্ধা সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীরা মানববন্ধনের আয়োজন করেন। শহরের ডিবি রোডে অনুষ্ঠিত কর্মসূচিতে রাজনৈতিক, সাহিত্য ও সংস্কৃতি কর্মীদের সঙ্গে সাধারণ মানুষও অংশ নেন। বক্তারা বলেন, গাইবান্ধা শহরের পূর্ব পাড়ার নিজ বাড়িতে গত ২ ডিসেম্বর সকালে প্রবীণ কবি সরোজ দেব সন্ত্রাসী হামলার শিকার হন। হামলাকারী তাকে পিটিয়ে আহত করায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে তাকে চিকিৎসা নিতে হয়েছে। তিনি এখনো অসুস্থ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলাকারী একজনকে পুলিশ গ্রেফতার করায় ধন্যবাদ জানিয়ে বক্তারা জড়িত অন্যদের দ্রুত আটক ও বিচারের আওতায় আনার দাবি জানান। বক্তব্য রাখেন অধ্যাপক মাজহারুল মান্নান, অধ্যাপক জহুরুল কাইয়ুম, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, ওয়াজিউর রহমান রাফেল, আব্দুর রউফ, প্রমতোষ সাহা প্রমুখ।

 

সর্বশেষ খবর